![‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’: ১০ হাজার মানুষের পদযাত্রা ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’: ১০ হাজার মানুষের পদযাত্রা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১-3-2502101442.jpg)
ছবি : সংগৃহীত
লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে পদযাত্রা করেছে তিস্তাপারের হাজারো মানুষ। সোমবার দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুরু হওয়া এই পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে এসে শেষ হয়।
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে অনুষ্ঠিত এ পদযাত্রায় লালমনিরহাট জেলা বিএনপির নেতাকর্মীসহ প্রায় ১০ হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা অববাহিকার রংপুর অঞ্চলের মানুষের জীবন-জীবিকার মূল চালিকা শক্তি তিস্তা নদী। একসময় তিস্তাকে এ অঞ্চলের জীবনরেখা বলা হতো, কিন্তু তিস্তা নদীর উজানে বাঁধ নির্মাণের কারণে তিস্তা নদী আজ শীর্ণ, স্থবির, একটি মৃতপ্রায় নদীতে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, বর্ষা ও খরা উভয় মৌসুমে তিস্তা এখন এ অঞ্চলের গণমানুষের মরণফাঁদ হয়ে উঠেছে। বর্ষাকালে ভারতের বাঁধ থেকে বিনা নোটিশে পানি ছাড়লে তিস্তার দুই কূল প্লাবিত হয়ে মানুষের ঘরবাড়ি, আবাদি ফসল মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যায় এবং জনজীবন বিপন্ন হয়ে পড়ে। আবার খরার মৌসুমে তিস্তার পানিপ্রবাহ প্রায় শূন্য হয়ে পড়ে, ফলে তিস্তা নদীর দুই পারের মাইলের পর মাইল এলাকা মরুভূমিতে পরিণত হয়ে চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে।
তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তাপারে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন তিনি। এ কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।
মাহফুজার রহমান/মো. মহিউদ্দিন