![তরুণ-তরুণীদের বাণিজ্য প্রকল্প ও শালীনতা ধ্বংসে ব্যবহার করছে একটি গোষ্ঠী! শায়েখ আহমাদুল্লাহর চাঞ্চল্যকর তথ্য তরুণ-তরুণীদের বাণিজ্য প্রকল্প ও শালীনতা ধ্বংসে ব্যবহার করছে একটি গোষ্ঠী! শায়েখ আহমাদুল্লাহর চাঞ্চল্যকর তথ্য](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-10-at-82459-PM-1-2502101427.jpg)
ছবিঃ সংগৃহীত
ইসলামি ব্যক্তিত্ব, আলোচক ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহ তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, ফেব্রুয়ারি মাস শুধু ভাষার মাস নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণার মাসও। এই মাসে শহীদ আবদুস সালাম, আবদুল জব্বার, শফিউর রহমানদের আত্মত্যাগ আমাদের শোষণের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দেয়।
তবে দুঃখের সঙ্গে তিনি উল্লেখ করেন, ধীরে ধীরে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও মুনাফালোভী মিডিয়া তাদের স্বার্থে এই মাসের প্রকৃত তাৎপর্যকে বিকৃত করছে। তিনি আক্ষেপ করে বলেন, একসময় ফেব্রুয়ারি ছিল সাহস ও প্রতিবাদের মাস, অথচ বর্তমান প্রজন্মের কাছে এটি হয়ে উঠছে অবৈধ সম্পর্কের ছড়াছড়ির সময়।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, "যেসব তরুণ-তরুণী এই প্রবাহে গা ভাসাচ্ছে, তারা বুঝতেও পারছে না যে, তারা মূলত একটি সুগভীর বাণিজ্যিক পরিকল্পনা ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রের শিকার।"
তিনি সবাইকে সতর্ক করে বলেন, এখনই যদি এই প্রবণতার বিরুদ্ধে সোচ্চার না হওয়া যায়, তবে পশ্চিমা সংস্কৃতির অনুকরণে আমাদের পারিবারিক বন্ধনও একসময় ভেঙে পড়বে। তাই ফেব্রুয়ারির প্রকৃত চেতনা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
আসিফ