ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

বান্দরবানে আগামীকাল থেকে উন্মুক্ত হচ্ছে দেবতাকুম পর্যটন কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান।।

প্রকাশিত: ২০:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বান্দরবানে আগামীকাল থেকে উন্মুক্ত হচ্ছে দেবতাকুম পর্যটন কেন্দ্র

ছবি: সংগৃহীত

 


দীর্ঘ দিন বান্দরবানের রোয়াংছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় অপার প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী দেবতাকুমের সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত ছিলেন ভ্রমণকারীরা। নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ায় আগামী কাল থেকে ভ্রমণে ইচ্ছুক পর্যটকরা ভ্রমণ করেতে পারবেন এই পর্যটন কেন্দ্রে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, গত ২০২২ সালের   সেপ্টেম্বর মাসের দিকে জেলার দূর্গম এলাকা গুলোতে সশস্ত্র সংগঠন গুলোর আনাগোনা বৃদ্ধি পাওয়ায় ২০২২ সালের ১৭ অক্টোবর রুমা-রোয়াংছড়িতে দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এই নিষেধাজ্ঞা কয়েক দফায় বাড়িয়ে রুমা-রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায়ও  আরোপ করা হয়। পরে আলীকদম উপজেলা হতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলায় বহাল রয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও গত বছর ৩ ও ৪ এপ্রিল রুমা ও থানচিতে তিনটি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র সংগঠন কেএনএফ। যার কারনে ৬ এপ্রিল থেকে  সন্ত্রাস দমনে নিরাপত্তা বাহীনি অভিযান শুরু করে।  চলমান অভিযানে সেনাবাহীনির কর্মকর্তাসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। 


সবশেষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক মনে করায় আগামিকাল ১১ ফেব্রুয়ারি থেকে  রোয়াংছড়ির দেবতাকুম পর্যটন কেন্দ্রটি ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এতে দীর্ঘদিন পর্যটক খড়ার অবসান ঘটিয়ে ব্যবসায় লাভের মুখ দেখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আবদুর র‌হিম/সাজিদ

×