![ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/30-2502101411.jpg)
ছবিঃ সংগৃহীত
জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসের (ইউএনওপিএস) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কির্স্টিন ড্যামকজা দুই দিনের সফরে ঢাকায় আসছেন।
তিনি ১১-১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সরকারি সফরে থাকবেন। এই সফরের মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএসের মধ্যে সহযোগিতার পর্যায় পর্যালোচনা করা।
রেজা