ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

বাগেরহাটে জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদকসহ ‘ডেভিল হান্টে’ গ্রেপ্তার ২৭

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২০:০৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বাগেরহাটে জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদকসহ ‘ডেভিল হান্টে’ গ্রেপ্তার ২৭

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে’ সোমবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকরুল আলম ওরফে সাহেব সরদার-সহ ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে জেলা পুলিশের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

সোমবার (১০ফেব্রুয়ারি) দুপুরে মোরেলগঞ্জের ফেরি ঘাট এলাকা থেকে মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং সদর ইউপি চেয়ারম্যান মাহামুদ আলী হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাতে রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাটাবুনিয়া গ্রামের মফেজ ফরাজীর ছেলে  শফিকুল ইসলাম(৩২), গুয়াতলা গ্রামের কাদের তালুকদারের ছেলে আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন(৬৫) ও তেলিগাতী গ্রামের সুলতান শেখের ছেলে আসাদ শেখকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

এছাড়া, মোংলায় ৩, শরণখোলায় ২, রামপালে ৫, কচুয়ায় ৬, মোল্লাহাটে ১, ফকিরহাটে ৪ ও চিতলমারী উপজেলা থেকে ৩ জনকে আটক করা হয়েছে। এদের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাগেরহাটে হামলা, ভাংচুর, গুলিবর্ষণ, বোমা বিষ্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় ২৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সোমবার বিকেলে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আসিফ

×