![যারা আগে ইসলামি প্রকাশনাগুলোকে নিষিদ্ধ করা নিয়ে কথা বলেনি, তারা আজ তসলিমার বই নিয়ে বাক-স্বাধীনতার কথা বলছে যারা আগে ইসলামি প্রকাশনাগুলোকে নিষিদ্ধ করা নিয়ে কথা বলেনি, তারা আজ তসলিমার বই নিয়ে বাক-স্বাধীনতার কথা বলছে](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-09-at-102723-PM-2502101331.jpeg)
ছবিঃ সংগৃহীত
লেখক ও সমালোচক মেহেদী হাসান সোমবমবা (১০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, এই বইমেলাতেই এতোদিন সমকালীন, গার্ডিয়ানের মতো প্রকাশনাগুলো নিষিদ্ধ ছিলো। এই বইমেলাতেই অনেকেরই বই নিষিদ্ধ ছিলো রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিবেচনায়।
যারা এতো দিন প্রথিতযশা ইসলামি প্রকাশনাগুলোকে নিষিদ্ধ করা নিয়ে কোন উচ্চবাচ্য করে নাই, রাজনৈতিক বিবেচনায় স্পর্শকাতর ট্যাগ দিয়ে বই নিষিদ্ধের প্রতিবাদ করে নাই, বরং সেগুলো এনজয় করেছে, তারা আজ তাসলিমার বই নিয়ে বাক-স্বাধীনতা মারাচ্ছে।
যে প্রকাশনাগুলো লীগের বাইজি হয়ে মনোরঞ্জনে ব্যস্ত ছিলো, তারা এবার স্টল কেমনে পাইলো?
রিফাত