
সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে বাউফলে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের পটুয়াখালী কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ তথ্য নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, অপারেশন ডেভিল হান্টে রবিবার দিবাগত রাতে বাউফলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পৌর এলাকার আবুল হোসেনের ছেলে মো. রিয়াজ হাওলাদার (৩৮) নাজিরপুর ইউনিয়নের আ. মতলেব মৃধার ছেলে আ. ছালাম (৫২), সূর্য্যমনি ইউনিয়নের সেকান্দার আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (৩৫), কালিশুরি ইউনিয়নের মো. সফিজ উদ্দিনের ছেলে মো. সোহাগ মৃধা (৩০) ও একই ইউনিয়নের নবাব হোসেন সিকদারের ছেলে মো. বজলু শিকদার (৫০)।
গ্রেপ্তারকৃতদের বাউফল থানায় চলতি বছর ১৩ জানুয়ারি দায়েরকৃত একটি বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় (মামলা নং-০৯ তারিখ ১৩.০১.২৫) তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বাচ্চু/সজিব