
ছবি: সংগৃহীত
বগুড়া উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের বাসিন্দা খন্দকার আবুল কালাম আজাদ(৮৫) বার্ধক্যজনিত কারণে রবিবার সন্ধারাত পৌনে ৭টায় মৃত্যুবরণ করেছেন। জানা গেছে, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার আবুল কালাম আজাদের মৃত্যুর ৮ ঘন্টা পর রাত সাড়ে ৩ টায় তাঁর স্ত্রী রাশেদা খাতুনও মৃত্যুবরণ করেন।
মরহুম দম্পত্তির ছেলে উপজেলার সান্তাহার বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজের প্রভাষক খন্দকার রুহুল আমীনের সহকর্মীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই গ্রামসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকে বলেন বার্ধক্য বয়সে স্বামী ও স্ত্রীর মৃত্যুর এমন সৌভাগ্য সবার ভাগ্যে মিলে না।
ফারুক