![বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু ঢামেকে](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized---2025-02-10T142133073-2502100821.jpg)
ছবিঃ সংগৃহীত
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি বিডিয়ার বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামী এনামুল হক (৬৫) মারা গেছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১২ জানুয়ারি অসুস্থ্যতাজনিত কারণে কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষিরা ঢাকা মেডিকেলে ভর্তি করেন তাকে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
মৃত এনামুলের ছেলে মো. রাসেল জানান, তার বাবা এনামুল হক বিডিআর এর হাবিলদার ছিলেন। হত্যা মামলায় উনার ১০ বছর সাজা হয়েছিল। যেই সাজা ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু বিস্ফোরক মামলায় আটক ছিলেন। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সংমধ্যপাড়া গ্রামে।
জাফরান