![দেড় মাসের সম্পর্ক! বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন স্কুল ছাত্রের বাড়িতে দেড় মাসের সম্পর্ক! বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন স্কুল ছাত্রের বাড়িতে](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-10-at-13621-PM-2502100740.jpg)
ঢাকার ধামরাইয়ে প্রেমিক স্কুলছাত্রের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক কলেজ ছাত্রী। কলেজ ছাত্রীর দাবি আরিফ হোসেনের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চৌহাট ইউনিয়নের মুন্সিরচর গ্রামে। গত শনিবার সকাল থেকে সোহেল রানা (রাজা মিয়ার) ছেলে প্রেমিক আরিফ কে বিয়ের দাবিতে অনশন শুরু করে।
এদিকে অনশনের খবরে আরিফের বাড়িতে ভিড় করছে স্থানীয়রা।
অনশনরত কলেজ ছাত্রী উর্মী আক্তার মানিকগঞ্জের মধ্য জয়রা গ্রামের ফজর আলীর মেয়ে। তিনি মানিকগঞ্জ রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী।
অনশনরত কলেজছাত্রী উর্মী আক্তার বলেন, দেড় মাস আগে আরিফের চাচাত ভাইয়ের সাথে আমার চাচাত বোনের বিয়ে হয়। বিয়ের সময় আরিফের সাথে আমার পরিচয় হয়। কথাবার্তা বলতে বলতে আমাদের সাথে দ্রুত প্রেমের সম্পর্ক রুপান্তর হয়। একপর্যায়ে আমাদের মাঝে দৈহিক সম্পর্ক হয়। এরপর থেকেই আরিফ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এর কারনে আমি আমি অনশনে বসেছি। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন কলেজছাত্রী উর্মী আক্তার।
এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেদ্রের ইনচার্জ নুরে আলম সিদ্দিকি বলেন, এ বিষয় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নুসরাত