ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

সিরাজগঞ্জের ৫ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ॥

প্রকাশিত: ১৩:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জের ৫ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জের ৬টি নির্বাচনী আসনের মধ্যে জামায়াতে ইসলাম পাঁচটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার সকালে  সিরাজগঞ্জ শহরের দারুল ইসলাম একাডেমি হলরুমে অনুষ্ঠিত দায়িত্বশীল ব্যক্তিদের সাথে মতবিনিময় শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জানান, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড। 

জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপজেলা আমির অধ্যাপক মিজানুর রহমান। জেলার অপর আসন রায়গঞ্জ-তাড়াশ উপজেলা নিয়ে গঠিত

সিরাজগঞ্জ-৩ আসনে যাচাই বাচাই করে কিছুদিনের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। 

আফরোজা

×