ছবিঃ সংগৃহীত
‘অপারেশন ডেভিল হান্ট’ দ্বিতীয় দিনে হাতিয়ায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী ।
রবিবার (৯ ফেব্রুইয়ারি) রাতে হাতিয়ার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
হাতিয়া থানা সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তমরুদ্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আজিজুল হকের ছেলে মো. সালাউদ্দিন (২৮), তমরুদ্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোরালিয়া গ্রামের মৃত রফিক উল্যাহর ছেলে মো. রুবেল উদ্দিন (৩২), চরঈশ^র ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব লক্ষিদিয়া গ্রামের রতন বিহারী দাশের ছেলে সজীব চন্দ্র দাশ (৩৫)। সে সিঙ্গাপুরে ছাত্রলীগের সাবেক সহসভাপতি। অন্যদিকে বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রামের মৃত আশ্রাফ উদ্দিনের ছেলে মো. আফতাব উদ্দিনকে (৩৬) আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ দ্বিতীয় দিনে হাতিয়াতে ৪জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
জাফরান