![ডিবি পরিচয়ে যুবলীগ নেতার নেতৃত্বে তেল ডাকাতি, অতঃপর... ডিবি পরিচয়ে যুবলীগ নেতার নেতৃত্বে তেল ডাকাতি, অতঃপর...](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/19691326_148-1-2502100632.jpg)
ছবি: সংগৃহীত।
রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদারসহ ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে উপ-কমিশনার মো. মাসুদ আলম বলেন, "গত ৩ জানুয়ারি ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি ভোজ্যতেলের ট্রাক ডাকাতি করা হয়। এ মামলার তদন্তে করতে গিয়ে জানা যায়, একই কায়দায় ২২ জানুয়ারি মোহাম্মদপুর থেকেও একটি তেলের ট্রাক ডাকাতি করা হয়। দুটি ট্রাক থেকে ২২ হাজার লিটার তেল ডাকাতি করা হয়।"
পরে, তদন্তে উঠে আসে যে, দুটি ট্রাক মুন্সীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এর পর অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়।
মো. মাসুদ আলম জানান, "মুন্সীগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় ১৯ হাজার লিটার তেল। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের প্রধান ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল চাকলাদার।"
নুসরাত