![পল্লী বিদ্যুৎ অফিসে ঘুষকান্ড, কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার পল্লী বিদ্যুৎ অফিসে ঘুষকান্ড, কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/10-2502092153.jpg)
ছবি; সংগৃহীত
নিজ দফতরে বসে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন নাচোলে পল্লীবিদ্যুৎ অফিসের ওয়্যারিং পরিদর্শক দেলোয়ার হোসেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমমে ভাইরাল হলে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। পরে বিষয়টি নজরে এলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
রবিবার (০৯ জানুয়ারি) দুপুরে দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌ : মো. ছানোয়ার হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সূত্র থেকে জানা যায়, দেলোয়ার হোসেনের ঘুষ নেওয়ার অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এর হোয়াটআপ নাম্বারে লিখিত আবেদন পাঠান এক ভুক্তভোগী এবং গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২ টার দিকে একটি ফেসবুক পেজে দেলোয়ার হোসেনের ঘুষ নেওয়ার ৪ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ পরিবশেন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহারাজপুর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) শেখর চন্দ্র সাহাকে আহ্বায়ক ও ইনফোসমেন্ট কোঅর্ডিনেটর আহসান হাবিবকে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্ত কমিটির প্রাথমিক রির্পোটের পরিপ্রেক্ষিতে দুপুরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া চড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য আরেকটি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এর কমিটির সদস্যরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভোলাহাট সাব জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নৃপেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম), সদর দপ্তরের অমিত সাহা ও ইনফোসমেন্ট কো-ডিনেটর সোহাগ।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌ : মো. ছানোয়ার হোসেন বলেন, আমার হোয়াটআপস নাম্বারে এক ভুক্তভোগী নাচোলে পল্লীবিদ্যুৎ অফিসের ওয়্যারিং পরিদর্শক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ পাঠান। পরে আমি তার কাছে বিস্তারিত তথ্য চাই এবং তার সরবরাহকৃত তথ্যের প্রেক্ষিতে দুইসদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির প্রাথমিক প্রতিবেদনের প্রেক্ষিতে আজকে দেলোয়ার হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য আরেকটি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শহীদ