ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

জাল সনদে স্ত্রীকে চাকরি দিলেন আওয়ামীলীগ নেতা, অতঃপর...

প্রকাশিত: ০১:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

জাল সনদে স্ত্রীকে চাকরি দিলেন আওয়ামীলীগ নেতা, অতঃপর...

ছবি: সংগৃহীত।

দুমকীতে আওয়ামী লীগ নেতা ও আজিজ আহম্মেদ কলেজের হিসাবরক্ষণ বিষয়ের প্রভাষক ফরিদ আহমেদ এর স্ত্রী নাহিদ আক্তার লিটি জাল সনদে চাকরি নিয়ে সরকারি অর্থ আত্মসাতের টাকা আজও জমা হয়নি রাষ্ট্রীয় কোষাগারে।

জানা গেছে, নাহিদ আক্তার লিটি, আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদের স্ত্রী, জাল সনদে চাকরি নিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। তিনি ২০০৯ সালে মুরাদিয়া বশির উদ্দিন আলিম মাদ্রাসায় সমাজবিজ্ঞান শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে, ২০১৪ সালে পরিদর্শন ও নিরীক্ষা কর্মকর্তারা তার সনদ যাচাই করে তা সঠিক নয় বলে জানান। দীর্ঘ সময় পর ২০২০ সালে, নাহিদ আক্তার লিটি চাকরি থেকে পদত্যাগ করেন এবং ৫ লাখ ৯৫ হাজার ৪১৩ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তার স্বামী ফরিদ আহমেদ, আজিজ আহম্মেদ কলেজের হিসাবরক্ষণ প্রভাষক ও মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর চাকরি নিশ্চিত করেন।

আজিজ আহম্মেদ কলেজের গভর্নিং বডির সভাপতি নাসরিন জাহান জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ফরিদ আহমেদ প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে থাকা মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়েছেন। কলেজের শিক্ষক- কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন।  এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষক-কর্মচারীরা অভিযোগ দাখিল করছেন। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নুসরাত

×