![জুলাই অভ্যুত্থানে শহীদ রুবেল হত্যায় জড়িত আসামি আটক জুলাই অভ্যুত্থানে শহীদ রুবেল হত্যায় জড়িত আসামি আটক](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1739125337-22ffef2e2ae9e372526672539c107db3-1-2502091849.jpg)
ছবি: সংগৃহীত।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে কুমিল্লার দেবীদ্বারে চলমান আন্দোলনের মধ্যে গত ৪ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে প্রাণ হারান স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহমান বাদশা (রুবেল)।
এ ঘটনাকে কেন্দ্র করে দুটি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ৭০ জনকে এজাহারভুক্ত আসামি এবং ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবি পর্যালোচনা করা হচ্ছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রুবেল হত্যার সাথে জড়িত সন্দেহে দেবীদ্বার থানা পুলিশ মো. নাবির নামে এক যুবককে আটক করেছে।
আটককৃত নাবির দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের বিরাম বাড়ির বাসিন্দা, শামিম আহমেদের ছেলে। তাকে আটক করার পর হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা বিষয়ে আরও বিস্তারিত অনুসন্ধান শুরু হয়েছে।
রবিবার দুপুরে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নুসরাত