![প্রশাসন প্রতিকার না করলে প্রয়োজনে আইন নিজেদের হাতে তুলে নেব: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা প্রশাসন প্রতিকার না করলে প্রয়োজনে আইন নিজেদের হাতে তুলে নেব: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-2502091751.jpg)
ছবি: প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মাদারীপুরের ছাত্র প্রতিনিধি নেয়ামতউল্লাহ বলেছেন, ‘সারাদেশে বিপ্লবী ছাত্রদের ওপর হামলা-মামলা হচ্ছে, আমরা কিন্তু ঘরে বসে থাকব না। গাজীপুরে আমাদের বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা হয়েছে। প্রশাসন যদি এর প্রতিকার না করে, তাহলে আমরা আবার মাঠে নামব। প্রয়োজনে আইন নিজেদের হাতে তুলে নেব।
জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশ আমাদের ওপর গুলি চালিয়েছে, তা আমরা ভুলিনি। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী খুনি হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি করছি। আমরা অনতিবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
রবিবার রাত ৮টায় একটি মশাল মিছিল শেষে মাদারীপুর সদর থানার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাদারীপুর স্বাধীনতা অঙ্গন থেকে একটি মশাল মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি ব্রিজ, কলেজ গেট হয়ে সদর থানার সামনে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র প্রতিনিধি নেয়ামতউল্লাহ আরও বলেন, ‘গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার করতে হবে। তা না হলে আমরা আবার রাজপথে নামব।’
এসময় আরও উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে মাদারীপুরের অন্যতম ভূমিকা পালনকারী ছাত্র আব্দুর রহিম, মো. অনিক, মো. হাসিবুল্লাহ, তানভীর, তানসিন, মো. রোমানসহ বিপ্লবী ছাত্ররা।
এছাড়াও জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর সদরের প্রতিনিধি মো. রুবেল, হিমেল হাওলাদার, মুজিবুল্লাহ সালেহীসহ অনেকে উপস্থিত ছিলেন।
সুবল বিশ্বাস/এম.কে.