ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

প্রকাশিত: ১৯:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২৫

শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে ব্লেড দিয়ে শ্বশুরের গোপনাঙ্গে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বউয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে থানায় নিয়ে গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত শ্বশুর শাহজামাল প্রামাণিক (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত নারী বলেন, আনুমানিক পনেরো বছর আগে মনির প্রামাণিকের সঙ্গে বিয়ে হয় তার। সেই থেকে একই ইউনিয়নের বারোপাইকার গড় এলাকায় তিন সন্তান নিয়ে স্বামীর বসতবাড়িতে বসবাস করছিলেন। তাঁর স্বামী পেশায় একজন শ্রমিক। পরে, সেখানে থাকা অবস্থায় স্বামীর প্রায় দুই-তিন লাখ টাকা ঋণ হয়। গত দুই মাস আগে সেই বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করেন তাঁর স্বামী। 

পরে থাকার জায়গা না থাকায় শ্বশুর তার নিজের বাড়িতে তাদেরকে নিয়ে আসেন এবং রান্না ঘরের এক পাশে থাকার ব্যবস্থা করে দেন। সে সময় স্বামী মনির তিন সন্তানসহ তাকে রেখে কাজের জন্য অন্য জেলায় যান।

কিছুদিন যাওয়ার পর থেকে শ্বাশুড়ি ও শ্বশুরের সঙ্গে থাকার জায়গা নিয়ে ঝগড়া হতো এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলত। প্রায়ই তার সঙ্গে অনৈতিক কাজ না করলে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিত শ্বশুর। 

সাত দিন আগে তার স্বামী মনির বাড়ি ফিরে আসেন। এ নিয়ে গত তিনদিন ধরে আরো চরম আকার ধারণ করে অত্যাচার। গত শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর শাহজামাল অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এরপর তাকে টেনে শোবার ঘরে নিয়ে যায় এবং অনৈতিক কাজ করার চেষ্টা করে। সে সময় আগে থেকে নিজের কাছে রাখা ব্লেড দিয়ে শ্বশুর শাহজামালের গোপনাঙ্গ কেটে দেন তিনি।

পরে, তাঁর চিৎকারে এলাকার লোকজন ওই ঘরে গিয়ে শাহজামালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবীব বলেন, শনিবার রাত পৌনে ১০ টায় আহত শাহজামাল প্রামাণিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পুরুষাঙ্গে আটটি সেলাই দেওয়া হয়েছে। এখন পর্যবেক্ষণে আছেন তিনি।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় শাহজামাল প্রামাণিক নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাহজামাল প্রামাণিকের ছেলের স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।

 

সজিব

×