ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি 

প্রকাশিত: ১১:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:২০, ৯ ফেব্রুয়ারি ২০২৫

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা

দেশব্যাপী “অপারেশন ডেভিল হান্ট”এর অংশ হিসেবে  খাগড়াছড়িতে  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী কে আটক করেছে পুলিশ। 

যৌথ বাহিনীর পরিচালনায় গতকাল শনিবার সারা দেশে “অপারেশন ডেভিল হান্ট” নামে বিশেষ অভিযান শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের পর গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে যৌথ বাহিনী গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

এর অংশ হিসেবে শনিবার রাতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামূল হক চৌধুরী জানান,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের  অভিযানের অংশ হিসেবে গুইমারা বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে  আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন ২নং হাফছড়ি ইউপির ৬নং ওয়ার্ড এর সভাপতি, সোহাগ মিয়া, সক্রিয় কর্মী মোঃ সেলিম, মোঃ আঃ রহিম ও  মো. আজিজুল। তারা সবাই  হাফছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড়পিলাকএলাকার বাসিন্দা। তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

আফরোজা

×