ছবি: দৈনিক জনকণ্ঠ
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া মৃধাপাড়া এলাকায় শিশুদের খেলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭টি বসতঘরসহ মোট ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে মোল্লা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলা ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুরা ম্যাচ দিয়ে আগুন নিয়ে খেলছিল। এ থেকেই আহম্মদ মোল্যার ঘরে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা ফায়ার স্টেশনের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ধান, পাট, চাউল, ফসল, নগদ টাকা, সোনা-গহনা সহ গৃহস্থালির সব কিছুই আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ইব্রাহিম মোল্যার ১টি, মোস্তফা মোল্যার ৩টি, আহম্মদ মোল্যার ৪টি, আমিনুর মোল্যার ২টি, মহিদ্দিন মোল্যার ১টি ঘরসহ মোট ১১টি ঘর পুড়ে যায়। এর মধ্যে ৭টি বসতঘর রয়েছে। আগুনের তাপে কেউ আগাতে পারেনি। আগুন লাগার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।
স্থানীয় সাইফুল ইসলাম জানান, আহম্মদ মোল্যার ঘরের থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে ৫-৬টি পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে পড়ে আছে এবং তাদের খাদ্যের অভাব হচ্ছে। তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
সালথা ফায়ার স্টেশনের চার্জ অফিসার ইউনিট লিডার রাজু আহমেদ বলেন, "খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। সবগুলোই টিনের ঘর ছিল। আমাদের হিসাব মতে, এই ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রাস্তায় সমস্যা থাকায় আমাদের পৌঁছাতে কিছুটা সময় লেগেছে।
রেজা