ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

বগুড়ায় শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৬:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট

ছবি; সংগৃহীত

দেশের অন্যান্য জায়গার মতো বগুড়ায় শুরু হয়েছে অপারেশন ‘ডেভিল হান্ট’। শনিবার এই অভিযান শুরু হয়। দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে শুরু হয়েছে বিশেষ এ অভিযান।
 
সরেজমিনে দেখা গেছে, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে রাত সাড়ে ১২টায় চেকপোস্ট বসায় সেনাবাহিনী। ওই সময় মোটরসাইকেলসহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান সেনাসদস্যরা। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধী ধরতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মাটি ডালি, চারমাথা, বনানী সহ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এই অভিযান পরিচালনা করা হবে।

এদিকে মোটরসাইকেল আরোহী ও গাড়ির যাত্রীদের নামিয়ে শরীর তল্লাশি সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখছে সেনাবাহিনী। পাশাপাশি অযথা ঘোরাঘুরিতেও বাধা দেওয়া হচ্ছে। বগুড়ায় এই অভিযানে যৌথভাবে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ।

শহীদ

×