ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

পলাতক ছাত্রলীগ নেতার ঘরের তালা ভেঙে মালামাল লুট

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০১:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫

পলাতক ছাত্রলীগ নেতার ঘরের তালা ভেঙে মালামাল লুট

বরিশালের মুলাদীতে পলাতক ছাত্রলীগ নেতার ঘরের তালা ভেঙে মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে। মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর গ্রামের এ ঘটনা ঘটে।

গত ৫ আগস্টের পর বসত ঘর তালাবদ্ধ করে স্ব-পরিবারে আত্মগোপন করা সফিপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ ফরাজীর এক নিকট আত্মীয় শনিবার দিবাগত রাতে অভিযোগ করে বলেন, সফিপুর গ্রামের আবুল কালাম ফরাজীর ছেলে সোহাগের তালাবদ্ধ ঘরে শুক্রবার দিবাগত রাতে ১৫/২০ জন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই বাড়িতে প্রবেশ করে। 

দুর্বৃত্তরা সোহাগ ফরাজীর পাকা ভবনের তালা ভেঙে প্রবেশ করে খাট, আলমিরা, টিভি, ফ্রিজসহ সব মালামাল নিয়ে যায়। পরে বিষয়টি মোবাইল ফোনে সোহাগকে জানানো হয়েছে।

ছাত্রলীগ নেতা সোহাগ ফরাজী স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, দুর্বৃত্তরা তালা ভেঙে তার ঘরে প্রবেশ করে প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। বিষয়টি সফিপুর পুলিশ ফাঁড়িতে মোবাইল ফোনে জানানো হয়েছে।

শনিবার দিবাগত রাতে সফিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, লুটের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সজিব

×