![হবিগঞ্জের চার আসনে জামায়াত প্রার্থীদের নাম ঘোষণা হবিগঞ্জের চার আসনে জামায়াত প্রার্থীদের নাম ঘোষণা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/54-2502081854.jpg)
হবিগঞ্জ জেলার চার আসনে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় সিলেট বিভাগের চার জেলার ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এর মধ্যে হবিগঞ্জ জেলার চারটি আসনে জামায়াতের প্রার্থীরা হলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের সেক্রেটারি মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শেখ জিল্লুর রহমান আযমী, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। যোগদান করছেন সভা, সেমিনার ও মতবিনিময় সভায়।
মামুন/সজিব