![৫ ইটভাটায় জরিমানা ৬ লাখ টাকা ৫ ইটভাটায় জরিমানা ৬ লাখ টাকা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/12-2502081740.jpg)
ছবি: প্রতিনিধি
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের পশ্চিমে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের পশ্চিমে কয়েকটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইটভাটাগুলোতে জ্বালানির জন্য কাঠের ব্যবহার, পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং জেলা প্রশাসকের লাইসেন্স হালনাগাদ না থাকার অপরাধে মেসার্স কাদেরিয়া ব্রিকসকে দুই লাখ, মেসার্স কর্ণফুলি ব্রিকসকে দুই লাখ, মেসার্স গোল্ডেন ব্রিকসকে পঞ্চাশ হাজার, মেসার্স সাঈদ আহমদ ব্রিকসকে এক লাখ এবং মেসার্স ন্যাশনাল ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকাসহ সর্বমোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রার (ডিসিআর) এর মাধ্যমে আদায় করা হয়।
অভিযান চলাকালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম, আনসার সদস্যসহ উপজেলার ৩নং মির্জাপুর ইউপির সরকারহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম.কে.