ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

যশোর ২৫০ শয্যা হাসপাতাল তত্ত্বাবধায়ক না থাকায় বেতন বন্ধ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ২০:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

যশোর ২৫০ শয্যা হাসপাতাল তত্ত্বাবধায়ক না থাকায় বেতন বন্ধ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের পদ খালি থাকায় চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা জানুয়ারি মাসে বেতন পাননি। এ ছাড়া পথ্য (খাদ্য) ও ধোলাই ঠিকাদারি বিল, লিলেন, মনোহারি সামগ্রী ক্রয় ও উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে। ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা ডা. হিমাদ্রী শেখর সরকারের আয়ন-ব্যয়ন ক্ষমতা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
হাসপাতালের প্রশাসনিক সূত্র জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ ২০২৪ সালের ১২ ডিসেম্বর অন্যত্র বদলি হন। পরে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. হিমাদ্রী শেখর সরকার। কিন্তু আর্থিক বিষয়ে (আয়ন-ব্যয়ন) কোনো ক্ষমতা না থাকায় ৭০ জন ইন্টার্ন চিকিৎসক ও ৩য়-৪র্থ শ্রেণির মোট ১১৩ কর্মচারী গত জানুয়ারি মাসের বেতন পাননি।
হাসপাতালের হিসাব রক্ষক ইসরাফিল হোসেন মামুন জানান, হাসপাতাল সংশ্লিষ্টদের বেতন বন্ধের পাশাপাশি সকল আর্থিক লেনদেন বন্ধ হয়ে আছে। হাসপাতালের পথ্যের ঠিকাদার হাফিজুর রহমান শিলু জানিয়েছেন, বিল বন্ধ থাকলেও প্রতিদিন রোগীদের মাঝে খাবার সরবরাহ করছেন। আর্থিক সংকট তৈরি হলেও কিছু করার নেই। টাকার অভাবে রোগীদের খাবার তো বন্ধ করা যায় না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী শেখর সরকার জানান, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক যোগদান করলে সমস্যার সমাধান হয়ে যাবে।

×