ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শিবচর (মাদারীপুর)

প্রকাশিত: ২০:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৫

এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় বৃদ্ধার মৃত্যু

ছবি: দৈনিক জনকণ্ঠ

মাদারীপুর জেলার শিবচরে এক্সপ্রেসওয়ের মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় শুক্কুর খান (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাচ্চঁর গোলচক্কর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শুক্কুর খান মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের হাজী মলফত খার কান্দি এলাকার মৃত দানেছ খানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ‘নিহত শুক্কুর খান নিমতলা গিয়েছিল তার ছেলের কাছে বেড়াতে।তিনি নিমতলা থেকে আজকে সন্ধ্যায় শিবচরে ফিরে আসেন,বাসযোগে এসে তিনি পাচ্চঁর গোলচক্কর নামেন। গোলচক্করে এক্সপ্রেসওয়ের মহাসড়ক পার হওয়ার সময় ভাঙ্গামুখী লেনে বাসের চাপায় গুরুতর মাথায় আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে দেওয়া হবে।’

শিহাব

×