![কবর থেকে দুই নারীর লাশ চুরি কবর থেকে দুই নারীর লাশ চুরি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৬-2502081352.jpg)
ছবি : সংগৃহীত
ভোলায় রাতের আঁধারে পাঁচটি কবর খুঁড়ে দুই নারীর লাশ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যজয়নগর গ্রামের কামাল পাটোয়ারী বাড়ি জামে মসজিদের পাশে মকবুল হাজী বাড়ি ও মীরাবাড়ির যৌথ কবরস্থান থেকে লাশগুলো চুরি করা হয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, মকবুল হাজী বাড়ি ও মীরাবাড়ির যৌথ পারিবারিক কবরস্থানে প্রায় ৫০টির বেশি কবর রয়েছে। সেখান থেকে রাতে পাঁচটি কবর খুুড়ে বিবি হাজেরা ও শাহানাজের লাশ চুরি করা হয়। তারা ১ বছর আগে মারা গেলে ওই কবরস্থান দাফন করা হয়। আজ শনিবার বিকালে সরেজমিনে গেলে দেখা যায় স্থানীয়রা খোঁড়া কবরগুলো মেরামত করছে।
স্থানীয় মিজানুর রহমান দৈনিক জনকণ্ঠকে জানান, কামাল পাটোয়ারী বাড়ি জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি ওই কবরস্থানের পাঁশে লাকড়ি দেখতে যায়। তখন পাঁচটি কবর খুড়া দেখতে পায়। পরে বিষয়টি তিনি এলাকার সকলকে জানালে এলাকাবাসী এসে দেখেন পাঁচটি কবর থেকে বিবি হাজেরা ও শাহানাজের লাশ চুরি করে নিয়ে যায় চোরচক্র। ওই এলাকার মুসল্লি আবদুর রহিম জানান, দুজন মুসলিম নারীর লাশ এভাবে চুরি করার ঘটনাটি খুবই বেদনাদায়ক।
দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মোঃ মামুন/মো. মহিউদ্দিন