ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

রংপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রংপুর

প্রকাশিত: ১৯:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫

রংপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় বসতঘর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


শনিবার ৮ ফেব্রুয়ারি  উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত বুলবুলি খাতুন (৫৩) উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামের নুর ইসলাম সাজুর স্ত্রী।

কাউনিয়া থানা পুলিশের এসআই মনিবুর রহমান জানান, শনিবার সকাল ১০টার দিকে বসতঘরের মেঝেতে ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। নিহতের স্বামী ও পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশী লোকজন বাড়িতে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহসহ ধারালো বটি উদ্ধার করেছে।

নিহতের ছোট ছেলে আব্দুল কুদ্দুস জানান, তার মা মানসিক রোগে আক্রান্ত। আজ সকালে পরিবারের লোকজন বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিল। এ সময় মানসিক ভারসাম্য হারিয়ে ধারালো বটি দিয়ে তার মা নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।

নিহতের স্বামী নুর ইসলাম সাজু জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত তার স্ত্রীর চিকিৎসা চলছে। আজকে চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। 

এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের এসআই মনিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ শনিবার বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলেছে। 
 

শিহাব

×