![নাটোরে বিরল নীলগাই উদ্ধার! নাটোরে বিরল নীলগাই উদ্ধার!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১০-7-2502081342.jpg)
ছবি: দৈনিক জনকণ্ঠ
নাটোরের বাগাতিপাড়ায় বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকায় কয়েকজন গ্রামবাসী নীলগাইটি দেখতে পান। পরে স্থানীয়দের প্রচেষ্টায় দুপুর ২টার দিকে নীলগাইটি আটক করে স্থানীয় ইউপি মেম্বার সামাল মোল্লার বাড়ির সামনে বেঁধে রাখা হয়।
খবরটি ছড়িয়ে পড়লে দুর্লভ এ প্রাণীটিকে এক পলক দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পরে পুলিশ ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তারা গিয়ে নীলগাইটি হেফাজতে নেয়। ঘটনাস্থালে উপস্থিত প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা আটককৃত প্রাণীটি নীলগাই বলে শনাক্ত করেন।
স্থানীয় বাসিন্দা হায়দার আলী (৪৮) জানান, এমন প্রাণী আগে কখনো দেখিনি । ১১ টার দিকে স্থানীয় কয়েকজন প্রথম গরুর মত দেখতে প্রাণীটি দেখতে পায়। তারা প্রাণীটিকে তাড়া করে গাছের সাথে বেঁধে রাখে। পরে, পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
উপজেলা প্রাণীসম্পদ অফিসের এআই টেকনিশিয়ান শহিদুল ইসলাম জানান, আটককৃত প্রাণীটি একটি বিরল নীলগাই। এর গায়ে কয়েক জায়গায় ক্ষত রয়েছে। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আপাতত আমরা একে উদ্ধার করে নিয়ে যাব। আমাদের ঊর্ধতন কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।
বাগাতিপাড়া মডেল থানার এসআই দুলাল ইসলাম জানান, একটি অচেনা প্রাণী আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে আসে। পরে, জানতে পারি এটি একটি বিরল নীলগাই । আপাতত আমরা প্রাণীটিকে উদ্ধার করে নেওয়া হয়েছে। ঘটনাটি উপজেলা প্রাণীসম্পদ অফিস ও বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বিরল প্রজাতির নীলগাইটি বন্যপ্রাণী ও প্রকৃতি বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
শিহাব