ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জে রাশেদ আলম নামে এক খামারির প্রায় ২ হাজার মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাওয়ালিডাঙ্গার পূর্বপাড়া দীঘিরপাড় এলাকায় বড় বাড়িতে দূর্বৃত্তের আগুনে এ ঘটনা ঘটে।
শনিবার দুপুরে ভূক্তভোগী রাশেদের বাবা মুনছুর আহমেদ রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। আগুনে মুরগির বাচ্চাসহ অবকাঠামোর একাংশ পুড়ে গিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে খামারির।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড় টার দিকে খামার থেকে রাশেদ বাসায় যায়। এর আধাঘন্টা পরই তার স্বজনরা খামারে আগুন জ্বলতে দেখে। তাৎক্ষণিক তাকে খবর দেয়। পরে শোর, চিৎকারে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই খামারের প্রায় ২ হাজার মুরগি আগুন্র পুড়ে মারা গেছে।
প্রত্যক্ষদর্শী ও মোরশেদের জেঠাতো ভাই সুমন বলেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।
রাশেদের বাবা মুনছুর আহমেদ জানান, মুরগির বাচ্চাগুলোকে বাঁচাতে গিয়ে আমার হাতের কয়েকটি অংশে দগ্ধ হয়েছে। কিন্তু মুরগিগুলোকে বাঁচানো গেলো না।
মোরশেদ আলম বলেন, ঋণ নিয়ে খামারটি করেছিলাম। দুর্বৃত্তরা আগুন দিয়ে মুরগির বাচ্চাগুলো পুড়িয়ে মেরে ফেলেছে। খামারের আংশিক অবকাঠামো পুড়ে গেছে। এতে আমার স্বপ্নও পুড়ে গেছে। আমি এর বিচার চাই।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মুরগির খামারে আগুন দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মহিউদ্দিন মুরাদ/মো. মহিউদ্দিন