ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

দাউদকান্দিতে বিশাল সমাবেশ

শেখ হাসিনা নিজেই দ্বিতীয়বারের মতো তার বাবাকে হত্যা করেছেন: ড. খন্দকার মোশাররফ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ১৮:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনা নিজেই দ্বিতীয়বারের মতো তার বাবাকে হত্যা করেছেন: ড. খন্দকার মোশাররফ

ছবি: প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি অংশ বিদেশে পালিয়ে গেলেও, আরেকটি অংশ দেশে আত্মগোপন করে আছে।

তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিদেশে বসে শেখ হাসিনার দেশবিরোধী চক্রান্তের ফলশ্রুতিতে দেশের ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িসহ সারাদেশে শেখ মুজিবের ম্যুরাল ভেঙেছে। গত ১৫ বছর ফ্যাসিবাদ কায়েম করে শেখ হাসিনা তার পিতাকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাইস্কুল মাঠে (বালু মাঠে), দাউদকান্দি উপজেলা, পৌর ও তিতাস উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে গণহত্যাকারী পতিত স্বৈরাচার হাসিনার অবৈধ কর্মসূচির প্রতিবাদে ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম সরকারের সঞ্চালনায় ও পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। দেশের মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া।

ড. মোশাররফ বলেন, আওয়ামী নৈরাজ্য মোকাবিলায় বিএনপিসহ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। তাই কেউ যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে, তাহলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি এ কে এম সামছুল হক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জসিম উদ্দিন আহমেদ, তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হোসেন মোল্লা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, পৌর বিএনপির সদস্য সচিব মো. কাউছার আলম সরকারসহ দাউদকান্দি ও তিতাস উপজেলা এবং পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এম.কে.

×