বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট ডা. আসিফ সৈকত বলেছেন, বনে চরম দুর্ভিক্ষেও সিংহ ঘাস মুখে নেয়না। এটাই সিংহের বৈশিষ্ট্য।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।
তবে এই পোস্টে তিনি বিস্তারিত আর কিছু বলেন নাই।
তার এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন।
মাসুদুল হক নামে একজন লিখেছেন, “কি বুঝাইতে চাইলেন এটা দিয়ে ভাই...???”
রাফিন আহমেদ রেজা নামে একজন লিখেছেন, “ভাই বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন।”
মুহাম্মদ সোহেল আলী নামে একজন লিখেছেন, “নাহিদের বিষয়”।
তবে তাদের কারো কমেন্টেরই রিপ্লাই দেন নাই আসিফ সৈকত।
সজিব