![কাতারে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের এক বাংলাদেশি নিহত কাতারে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের এক বাংলাদেশি নিহত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/39-2502081008.jpg)
ছবি: দৈনিক জনকণ্ঠ
কাতারে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গত ৩১ ডিসেম্বর, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় কাতারের দোহা হাইওয়ে সড়কে মসজিদে জুম্মার নামাজ পড়ে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হাফেজ মো. জাহাঙ্গীর (৫৮), তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুছ ছোবহান শাহর ছেলে।
নিহতের বড় ভাই, দিঘীরপাড় ডি.এস.এন আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
হাফেজ মো. জাহাঙ্গীর জীবিকার তাগিদে ১২ বছর আগে কাতারে পাড়ি জমান এবং সেখানে একটি মসজিদে দেখাশোনা কাজ করতেন। তিনি দুই ছেলে, এক মেয়ে এবং স্ত্রীসহ পরিবারের সদস্যদের রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বড় ভাই জানান, জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন এবং সড়কে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দোহা হামাদ মেডিকেল সিটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভোর ৪টায় তিনি মারা যান।
নিহতের লাশ বর্তমানে ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রেজা