ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

শ্রীপুরে অগ্নিকাণ্ডে কৃষকের ১৫টি বসতঘর পুড়ে ছাই, পোশাক শ্রমিকদের স্বপ্নও ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, শ্রীপুর, গাজীপুর

প্রকাশিত: ১৫:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

শ্রীপুরে অগ্নিকাণ্ডে কৃষকের ১৫টি বসতঘর পুড়ে ছাই, পোশাক শ্রমিকদের স্বপ্নও ভস্মীভূত

ছবি: দৈনিক জনকণ্ঠ

গাজীপুরের শ্রীপুরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক শাহজাহান মিয়ার ১৫টি আধাপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের মালিকের নগদ ১৫ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ভাড়াটিয়া মুদি দোকানি, হোটেল ব্যবসায়ী এবং পোশাক শ্রমিকদের বহুদিনের পরিশ্রমে অর্জিত স্বপ্নও পুড়ে ছাই হয়ে যায়। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গিলার চালা এলাকার গ্রেটওয়াল সিরামিকস কারখানার পাশে কৃষক শাহজাহান মিয়ার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাড়ির মালিক শাহজাহান মিয়া জানান, বিদ্যুৎ অফিসের পূর্ব ঘোষণামতো সকাল থেকেই এলাকায় বিদ্যুৎ ছিল না। রান্না করার সময় ভাড়াটিয়ার ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। বাড়ির বাইরে গরুকে খাবার দেওয়ার সময় আগুনের খবর পেয়ে দৌড়ে এসে দেখেন ঘর থেকে ধোঁয়া উঠছে। মুহূর্তেই আগুন ১৫টি আধাপাকা বসতঘরে ছড়িয়ে পড়ে। তার তিনটি বসতঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ ১৫ লাখ টাকা এবং ১৫ ভরি স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায়।

অপর দিকে, স্থানীয় পোশাক কারখানার শ্রমিকরা যাদের ১৩টি বসতঘরে ভাড়া ছিল, তাদেরও বহুদিনের পরিশ্রমে অর্জিত টাকা, ফ্রিজ, টিভি, খাট, ওয়ারড্রপ, লেপ-তোষকসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে বাড়ির মালিক দাবি করেন, আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ভাড়াটিয়া পোশাক শ্রমিক রবেদা জানান, ঘরে ২৭ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল, যা আগুনে পুড়ে গেছে।

কুমিল্লার বরুড়া থানার কামাল হোসেন বলেন, ঘরে ২৫ হাজার টাকা এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে।

গ্রেটওয়াল সিরামিকস কারখানার উৎপাদন শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার চন্দ্র শেখর সিংহ জানান, কারখানার পাশের বাড়িতে আগুনের ধোঁয়া উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন এবং কারখানার ৫০টি অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

মাওনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা হতে পারে।

রেজা

×