![গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সড়ক অবরোধ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সড়ক অবরোধ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Gazipur-67a71e544e37f-2502080914.jpg)
ছবি: সংগৃহীত।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করা হয়েছে। আজ শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সড়কটি অবরোধ করে।
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের উপর হামলা করে আওয়ামী লীগের কর্মীরা। এ হামলায় অন্তত ১৪ জন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আহত হন।
এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে গাজীপুর শহরের রাজবাড়ীর মাঠ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ ছাত্র-জনতা বিক্ষোভ ও মিছিল শুরু করেন।
এ সময় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজবাড়ীর মাঠে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া ছাত্র-জনতারা রাজবাড়ী সড়কে বিক্ষোভ মিছিল করে, এবং ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কটি অবরোধ করে রাখেন, ফলে সড়কের সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে, যানবাহনগুলো হাসপাতাল সড়ক দিয়ে চলাচল করতে থাকে।
এ সময়, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ছাত্র-জনতা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
নুসরাত