![খেলনা কেনা নিয়ে বাকবিতণ্ডা,ছুরিকাঘাতে যুবক নিহত! খেলনা কেনা নিয়ে বাকবিতণ্ডা,ছুরিকাঘাতে যুবক নিহত!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-38-2502080835.jpg)
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তাক্ত পরিণতি! খেলনা কেনাকে কেন্দ্র করে তীব্র বাকবিতণ্ডা,শেষমেশ ছুরিকাঘাতে প্রাণ গেল এক যুবকের।
কুমিল্লার হোমনা উপজেলায় চান্দেরচর দারুৃন ইসলাম সিনিয়র মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালীন সময় মেলায় বাচ্চাদের খেলনা কিনা নিয়ে মো. কাউসার(১৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।কিশোর গ্যাংয়ের হাতে কাউসারের নিহতের বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. জাবেদ উল ইসলাম।
শুক্রবার( ৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে চান্দের চর ইউনিয়নের চান্দেরচর দারুল ইসলাম সিনিয়ার মাদ্রাসার ওয়াজ মাহফিল চলা কালীন সময় এ ঘটনাটি ঘটে।নিহত কাউসার উপজেলার তাতুয়ার চর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সে ফার্নিচার দোকানে কাজ করতো।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর দারুন ইসলাম সিনিয়র মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালীন সময় মেলায় বাচ্চাদের খেলনা কিনা নিয়ে কাউসারের সাথে চান্দেরচর গ্রামের সাহাদাৎ (১৬) ও কৃষ্ণপুর গ্রামের ইমনের(১৫) মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সাহাদাৎ ও ইমনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা কাউসারেরর উপর হামলা করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত কাউসারের বাবা জাহাঙ্গীর আলম জানান, রাতে চান্দেরচর মাদ্রাসার ওয়াজ মাহফিলে গিয়ে মেলায় দোকানে কেনা কাটা নিয়ে আমার ছেলেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে আহত করে । খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও ছেলেকে আর বাঁচাতে পারিনি। আমার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, নিহত কাউসারের লাশ উদ্ধার করে আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুব শিগগিরই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আফরোজা