![পতিত লীগকে ঠান্ডা করতে ৩ দিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চান ফয়জুল পতিত লীগকে ঠান্ডা করতে ৩ দিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চান ফয়জুল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ee-33-2502080827.jpg)
ড. ফয়জুল হক
দেশের বর্তমান অস্থিরতার মধ্যে পতিত লীগকে ঠান্ডা করতে ৩ দিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চান ড. ফয়জুল হক। তিনি নিজেকে তিন দিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়ে বলেছেন, "এই তিন দিনের মধ্যে ‘পতিত লীগ’ সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে। ব্যর্থ হলে রাজনীতি ছেড়ে দেবো।"
ড. ফয়জুল হক গাজীপুরের সাম্প্রতিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "স্বাধীনতা রক্ষাকারী ছাত্র-জনতা বিভৎস অত্যাচারের শিকার হবে, এটা কল্পনাও করা যায় না! আমি দায়িত্ব নিতে চাই, এক পয়সা বেতন লাগবে না, গাড়ি লাগবে না, অফিস লাগবে না। আমার বাসা হবে নির্যাতিতদের আশ্রয়স্থল, আমার অফিস হবে রাস্তায়, অলিগলিতে, ছাত্র-জনতার কটেজে।"
তিনি আরো বলেন, "যে উদ্দেশ্যে ৫ আগস্ট হয়েছিল, সে উদ্দেশ্য রক্ষা করতে না পারলে কান ধরে পদত্যাগ করবো। শহীদদের সাথে আর তামাশা চলবে না।"
ড. ফয়জুল হক তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেন, "দেশকে রক্ষা করুন! হাসিনার ষড়যন্ত্র থেকে মুক্ত করুন। আমি জানি, আমার ভাইয়েরা কী চায় এবং কী করতে হবে।"
আশিক