![বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-08-at-21952-PM-2502080824.jpg)
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরশহরের প্রাণ কেন্দ্রে চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। শনিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এস্কেভেটর দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।
জানা যায়, মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার চৌরাস্তার পাশে অবৈধভাবে দখল করে দোকান ঘর উত্তোলন করা হয়েছিল। সে দোকানপাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ উচ্ছদ করে ফাঁকা করেন। পরে ২০১০ সালের দিকে আওয়ামী লীগের আমলে ওই ফাঁকা জায়গা বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ তৈরী করে সংরক্ষণ করেন। চারপাশ লোহার ডিজাইন দিয়ে ঘেরা হয়। ওই স্থানে বিভিন্ন ধরণের কালচারাল প্রোগ্রাম করাতেও দেখা গিয়েছে।
ঘটনা স্থলে সাধারন জনতা উপস্থিত থেকে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় গিয়ে দেশটাকে তাদের পরিবার কেন্দ্রিক বানিয়ে ফেলেছিল। সরকারি ভাবে ভালো প্রতিষ্ঠান বা কোন স্থাপনা গড়ে তুললেই হয় বাপ, না হয় মা অথবা ভাই বোন ছেলে মেয়ের নামে নাম করণ করেন।এই দেশ যেন শুধু তাদের ( শেখ হাসিনাদের)। তাই আমরা অপ্রোয়জনীয় নাম বা স্থাপনা ভেঙে দিবো। আমাদের দাবী ওই ফাঁকা স্থানে সরকার প্রয়োজনীয় কিছু করে দেশকে এগিয়ে নিয়ে যাক। এসময় অনেকে আবার বলেছে শেখ পরিবারের কোন কিছু আমরা আস্ত রাখবো না। সব ভেঙে গুড়িয়ে দিব।
বোয়ালমারী থানার ওসি গোলাম রসূলের কাছে ফোন করে কারা স্মৃতিস্তম্ভ ভেঙেছে বা অন্য কোন প্রতিষ্ঠানে হামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, কারা ভেঙেছে আপনি গিয়ে দেখে আসেন? এই বলে ফোন কেটে দেন। আবার তাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভড করেননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, শুনেছি বিক্ষুব্ধ জনতা চৌরাস্তার স্মৃতিস্তম্ভ ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ নিয়ে আমাদের আর কি বলার আছে। আপনারাই না ভালো জানেন।
নুসরাত