ছবি: সংগৃহীত।
একটি সাক্ষাৎকারে সোহেল তাজকে প্রশ্ন করা হয়, “আওয়ামী লীগ যদি পুনরায় ফিরে আসার সুযোগ পায়, আপনি কি নতুন করে আওয়ামী লীগে যোগ দেবেন?”
এ সম্পর্কে সোহেল তাজ বলেন, “এই যে দেড় থেকে ২০০০ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে ৬০০ জন এখনো অন্ধ। ২০ হাজারেরও বেশি মানুষ এখনও হাসপাতালে কাতরাচ্ছে। এই গণহত্যার জন্য আওয়ামী লীগের কেউ কি এখনও ক্ষমা চেয়েছে? কোনো এক সদস্য কি বলেছেন, ‘আমরা দুঃখিত’?
গণহত্যার বাইরে, আওয়ামী লীগ প্রায় দেড় হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। এর জন্য কি তাদের ক্ষমা চেতে হবে না? এদিকে, ৯/১২ বছর পর্যন্ত কত মানুষ গুম হয়ে ছিল, তিনটি প্রহসনের নির্বাচন হয়েছে, লাখ লাখ মানুষ নিহত হয়েছে। এসবের জন্য কি তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল না?
আমি নিজেই আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য। আমার নিজের কাছেই এসব নিয়ে এক ধরনের গিল্টি ফিল হচ্ছে। আন্দোলনের সময় যখন হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল, তখন কি তারা সবই বিরোধী দলের লোক ছিল? না, কারণ আমি নিজেই দেখেছি, অনেক আওয়ামী লীগ কর্মীও মাঠে নেমেছিল। এদের মধ্যে তারা অংশ নেয়নি, যারা এতদিন ধরে সরকারের সুবিধা ভোগ করে আসছিল।
যাদের কোনো আত্ম উপলব্ধি নেই, যারা ক্ষমা প্রার্থনা করে না—যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, আমি তো দেখি না।”
নুসরাত