![ঢাকা কলেজে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকা কলেজে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/23-2502080726.jpg)
ছবি: দৈনিক জনকণ্ঠ
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ শাখা শিবিরের আয়োজনে 'ফ্রি মেডিকেল ক্যাম্প' ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েকশো শিক্ষার্থীর অংশগ্রহণ করতে দেখা যায়।
শনিবার সকাল সাড়ে দশটায় কলেজের কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গণে ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস। এ সময় শাখা শিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুর রহমান আফনান উপস্থিত ছিলেন। ক্যাম্পটি সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।
সরেজমিনে দেখা যায়, ছাত্রশিবিরের মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল। সারিবদ্ধভাবে কয়েকটি স্টল সাজানো হয়েছে যেখানে শিক্ষার্থীরা বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে ফ্রি মেডিসিন, রক্তের গ্রুপ পরীক্ষা, দন্ত চিকিৎসা, বিনামূল্যে ঔষুধ সংগ্রহ করতে পারছেন। এছাড়াও ছিল বুক কর্নার, যেখানে শিক্ষার্থীরা ফর্ম পূরণ করে বই সংগ্রহ করতে পারছেন।
ক্যাম্প উদ্বোধন শেষে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস বলেন, "স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। শিক্ষার্থীদের কল্যাণে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "কলেজে একটি ছোট মেডিকেল সেন্টার রয়েছে এবং মাঝে মাঝে মেডিকেল ক্যাম্প আয়োজন শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হবে।"
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, "আমাদের সকল কার্যক্রমের মূল উদ্দেশ্য হল ছাত্রবান্ধব হওয়া। আমরা প্রতিনিয়ত সামাজিক কার্যক্রম চালিয়ে যাব।" তিনি কলেজ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন যে, প্রত্যেক শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেন ব্যবস্থা নেওয়া হয়, এবং সবাই যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।
ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সেক্রেটারি আব্দুর রহমান আফনান বলেন, "বিগত সময়ে আমরা আমাদের কার্যক্রম সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু আজকের মেডিকেল ক্যাম্পে কয়েকটি সার্ভিস যেমন মেডিসিন, ডেন্টাল, বিএমআই, ব্লাড গ্রুপ পরীক্ষা, ব্লাড ডোনেশন ও বিনামূল্যে ঔষুধ সরবরাহ করা হচ্ছে।"
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী বলে মন্তব্য করেন তিনি।
রেজা