ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত, অভিযুক্তের বাবা ও ভাই আটক

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১২:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত, অভিযুক্তের বাবা ও ভাই আটক

ছবি: দৈনিক জনকণ্ঠ

বাউফলে এক প্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষিত হয়েছে। তার চিৎকারে মা এগিয়ে গেলে ধর্ষক হোসেন পালিয়ে যায়। ধর্ষিত কিশোরীর বাবা পেশায় একজন দিনমজুর।

এ ঘটনায় শুক্রবার রাতে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত হোসেন হাওলাদারের (৩০) বাবা সেলিম হাওলাদার ও ভাই হাসানকে আটক করেছে।

জানা গেছে, কয়েকদিন ধরে অভিযুক্ত হোসেন প্রতিবন্ধী কিশোরীর বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। ঘটনার দিন শুক্রবার বেলা ১১টার দিকে সুযোগ বুঝে অভিযুক্ত হোসেন ওই প্রতিবন্ধীকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় বাড়িতে কেউ ছিল না।

কিছুক্ষণ পর ধর্ষিত কিশোরীর মা বাড়ি ফেরার পথে মেয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে যান এবং ধর্ষক হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনার পর ধর্ষিত কিশোরীকে তার স্বজনরা বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, "ওই কিশোরীর ঘটনার কথা শোনার পরে, তাকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

অপরদিকে, থানায় অভিযোগ দায়েরের পর ধর্ষকের বাবা সেলিম হাওলাদার ও ভাই হাসান ধর্ষিত কিশোরীর বাবা ও মাকে মারধর করে এবং অভিযোগ তুলে নেওয়ার হুমকি দেয়।

এ খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকালে ধর্ষকের বাবা ও ভাইকে আটক করে।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, "শুক্রবার রাতে এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ধর্ষক পলাতক রয়েছেন। ধর্ষিতার বাবা ও মাকে মারধরের অভিযোগে ধর্ষকের বাবা ও ভাইকে আটক করা হয়েছে।

রেজা

×