![তিউনিসিয়ার মতো কি খাদে পড়বে বাংলাদেশ? তিউনিসিয়ার মতো কি খাদে পড়বে বাংলাদেশ?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/16-2502080631.jpg)
ছবি: সংগৃহীত
জেসমিন বিপ্লব’ নামে পরিচিত ঘটনা তিউনিসিয়ায় অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কাঠামোয় ব্যাপক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি করেছিল। যদিও অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদি সংস্কারের চেয়ে জনতুষ্টি অর্জনেই বেশি মনোযোগী ছিল। এর ফলস্বরূপ, তিউনিসিয়ায় এক নতুন ধরনের ঘৃণা ও সংঘাতের পরিবেশ তৈরি হয় এবং দেখা দেয় দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা।
বাংলাদেশেও তিউনিসিয়ার মতো দীর্ঘসময় ক্ষমতা আঁকড়ে রাখা শাসককে গণ-অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ছয় মাস পার হলেও এখনও আর্থসামাজিক খাতে জনগণের আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়নি। বিশ্লেষকদের মতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটানো এবং অর্থনীতি পূর্ণ গতিতে না চলার পাশাপাশি যেকোনো আন্দোলনের মুখে দ্রুত দাবিগুলি মেনে নেয়া হচ্ছে, এতে সময় নষ্ট হচ্ছে। এদিকে, মূল্যস্ফীতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। শ্লথ হয়ে পড়েছে বেসরকারি খাতের প্রবৃদ্ধি, নতুন বিনিয়োগ আসছে না, বাড়ছে দারিদ্র্য ও কর্মহীনতা। এসব পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশেও তিউনিসিয়ার মতো আত্মঘাতী জনতুষ্টিবাদ বড় ধরনের অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে।
জুলাই আন্দোলনের সময় এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই পরীক্ষাগুলো বাতিল করে অটোপাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সরকারও অটোপাসের দাবিটি মেনে নেয় এবং পরবর্তী সময়ে একের পর এক নতুন দাবি উঠতে থাকে। এসব দাবির অনেকের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হলেও সরকার তা মেনে নেয়।
রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের মতে, সরকারের প্রধান কাজ ছিল রাষ্ট্রের দীর্ঘদিনের অচলায়তন ভাঙা, কিন্তু জনতুষ্টির জন্য সরকার সেই মৌলিক সংস্কারগুলো থেকে সরে যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বণিক বার্তাকে বলেন, “ছয় মাসে তাদের মূল কাজ শুরু করতে পারেনি, তবে সংস্কারের কাজগুলো শুরু করেছে, যা খারাপ নয়। তবে ‘ল অ্যান্ড অর্ডার’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।”
অন্তর্বর্তী সরকারের মধ্যে জনতুষ্টিবাদের লক্ষণ রয়েছে কিনা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বণিক বার্তাকে বলেন, “পপুলিস্ট রাজনীতি কিছুদিন ভালো চলতে পারে, কিন্তু মানুষ বুঝতে পারে যে এর পেছনে কী রয়েছে, তখন তারা আর তা গ্রহণ করে না।”
ঢাকা বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের মধ্যে অন্যতম এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে দুর্বল দেশগুলোর মধ্যে একটি। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার থেকে কার্যকর পদক্ষেপ আশা করা হচ্ছিল, কিন্তু পলিথিন ব্যবহার বন্ধের ঘোষণার বাইরে তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ এখনও দেখা যায়নি।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. আনু মুহাম্মদ বলেন, “সরকারের একটি ভীতি রয়েছে, যা বেশ কিছু ক্ষেত্রে যৌক্তিক দাবির সঙ্গে অযৌক্তিক দাবিও মেনে নেয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি গভীর চিন্তার বিষয়।”
তিউনিসিয়ায় ২০১১ সালের ‘জেসমিন বিপ্লব’-এর পর দেশটি নতুন এক সংকটে পড়েছিল। গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা, খাদ্য সংকট, মূল্যস্ফীতি, দুর্নীতি এবং বেকারত্বের কারণে দেশটি এক অস্থিতিশীলতার দিকে ধাবিত হয়েছিল। তিউনিসিয়ার জেসমিন বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত একাধিক সরকার পরিবর্তন ঘটেছে। বাংলাদেশেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, “অন্তর্বর্তী সরকার বেশ কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় এসেছে। বিশেষ করে মূল্যস্ফীতি এবং বিনিয়োগ পরিস্থিতি খুব ভালো নয়। সরকারের সাফল্য সীমিত হলেও সেগুলোর গতি বাড়ানোর প্রয়োজন।”
অপরাধের অর্থনীতি আবার সক্রিয় হতে শুরু করেছে, তবে সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। বিশেষ করে এলএনজি আমদানির চুক্তি এবং রামপালে সুন্দরবন ধ্বংসকারী বিদ্যুৎ প্রকল্প বাতিল না করার ঘোষণা উদ্বেগজনক।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ বলেন, “সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি করতে পেরেছে, তবে বাজার নিয়ন্ত্রণে দুর্বলতা রয়েছে। তাদের সংস্কার গতি পায়নি।”
এদিকে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম আশাবাদী যে, যদি প্রতিটি উপদেষ্টা একটি ভালো কাজ করতে পারেন, তবে বড় পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রা সহজতর হবে।
রেজা