ছবি সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালীতে খতনার অনুষ্ঠানে খাবার নিয়ে বিতর্কের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাংসের বদলে বারবার অতিরিক্ত ঝোল পরিবেশন করায় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে খাবার পরিবেশকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে রাশিদুল ইসলামের বাড়িতে তার ছেলের খতনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুপুর থেকে খাওয়া-দাওয়া চলছিল।
একপর্যায়ে প্রতিবেশী আকবরের স্ত্রী, দুই ছেলে মাহফুজুর রহমান (২০) ও চান্নু হোসেন (৩৫)সহ পরিবারের কয়েকজন একসঙ্গে খেতে বসেন। খাবার পরিবেশন করছিলেন রাশিদুলের আত্মীয় শহিদুল ইসলাম।
খাবার পরিবেশনের সময় অতিথিরা লক্ষ্য করেন, মাংসের পরিবর্তে প্লেটে ঝোল বেশি দেওয়া হচ্ছে। চান্নু হোসেন ভালো মাংস আনতে বললে শহিদুল গামলা বদল করেন। কিন্তু বারবার একই অবস্থা হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রথমে তর্কাতর্কি হলেও দ্রুতই তা হাতাহাতিতে রূপ নেয়। এরপর দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়। সংঘর্ষে চারজন আহত হন।
আহতরা হলেন-মনোহরপুর গ্রামের মাহফুজুর রহমান (২০), চান্নু হোসেন (৩৫), কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের শহিদুল ইসলাম (৪৫) ও ইয়াকুবের ছেলে জামিরুল (১৯)। তাদের মধ্যে মাহফুজুর রহমানের মাথায় আঘাত লাগায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। তিনি বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আশিক