উপজেলায় 'স্পন্দন' নামে একটি আকর্ষণীয় স্মরণিকার প্রকাশনা উৎসব হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে মুশুলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মুশুলী হাই স্কুল এক্স স্টুডেন্টস ফোরাম নামে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন প্রকাশনার আয়োজন করেছে।
জানা গেছে, স্মরণিকাটি সম্পাদনা করেছে দৈনিক জনকণ্ঠের নান্দাইলের নিজস্ব সংবাদদাতা এবং সংগঠনের প্রচার প্রকাশনা সম্পাদক মজিবুর রহমান ফয়সাল। প্রকাশনা অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি খালেদ রহমান মিল্টনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সম্পাদনা পরিষদ সদস্য ও সংগঠনটির উপদেষ্টা মুখলেছুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা জামাল উদ্দিন, প্রকৌশলী আব্দুল্লাহ, ড. মজিবুর রহমান, পাথর ব্যবসায়ী হাবিবুর রহমান বাচ্চু, সংগঠনের সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে সকাল থেকে এই সংগঠনটির আয়োজনে মুশুলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষর্থীদের ২য় পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়েছে। সেখানে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
সাজিদ