ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

বেগম খালেদা জিয়াকে নোবেল দেওয়ার দাবি বিলকিস ইসলামের

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর

প্রকাশিত: ২২:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বেগম খালেদা জিয়াকে নোবেল দেওয়ার দাবি বিলকিস ইসলামের

ছবিঃ : দৈনিক জনকণ্ঠ

নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বিলকিস ইসলাম বলেছেন, জাতীয়তাবাদ ধারণ করে তাতী দলের মাধ্যমে বিএনপিকে এগিয়ে নিতে হবে। তিনি আজ এক কর্মীসভায় বলেন, "বেগম খালেদা জিয়াকে আপোসহীনতার জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত। কারণ, কোন অপরাধ না করেও তাকে জালিম সরকার দীর্ঘদিন বন্দী করে রেখেছিল। গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসা গ্রহণ করতে দেয়নি। তারপরেও তিনি বলেছিলেন, এ দেশ আমার। আমি কেন বিদেশে যাব? অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং ফলস্বরূপ পেয়েছেন দেশবাসীর ঘৃণা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯ টায় সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা তাতী দলের আয়োজনে এক কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বিলকিস ইসলাম আরও বলেন, "আওয়ামী জালিম সরকার শেখ হাসিনার পতন ইতিহাসের ফেরাউনের মতো। তার কর্মফল হিসেবে নিয়তি তার সাথে পরিহাস করেছে। মহান আল্লাহপাক ছাড় দেয়, ছেড়ে দেন না।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৈয়দপুর জেলা তাতী দলের আহ্বায়ক আনিস আনসারির সভাপতিত্বে ও জুয়েল বাবুর সঞ্চালনায় বিলকিস ইসলাম আরও বলেন, এমন কোন কাজ করব না যে, দলের ভাবমূর্তি নষ্ট হয়। জামাতের জন্য অনেক দায় বহন করেছি। তারা বিএনপির কাঁধে ভর করে চলছে। তারা এখন বড় বড় কথা বলছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহিন আক্তার এ কর্মীসভার উদ্বোধন করেন। জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু বলেন, "খুনি হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত থেকে বক্তব্য দিচ্ছে। ছাত্র জনতা খেপেছে এবং প্রতিবাদ করেছে। দীর্ঘ ১৫ বছর তারা অত্যাচার করেছে। এ শহরেও তার ব্যতিক্রম হয়নি। মিথ্যা মামলায় আদালত জামিন দিয়েছিল, তবে জেল গেট থেকে আরও একটি মামলার কথা বলে জেলে নিয়ে যায়। ওই অত্যাচার ভুলে যাইনি। আজ বিএনপি কে বদনাম করার জন্য নব্য নেতারা কলুষিত করার চেষ্টা করছে। তাদেরকে সাবধান করে দেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ গফুর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. এস এম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সভাপতি রশিদুল হক সরকার, তাতী বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেলা তাতী দলের যুগ্ম আহবায়ক মকসুদ আলম গোল্ডেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, জেলা তাতী দলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম প্রমুখ। শেষে উপজেলা তাতী দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

রেজা

×