ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

শরীর-মন ও সমাজকে সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্বের ওপর জি কে গউছের বক্তব্য

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২২:৪২, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫

শরীর-মন ও সমাজকে সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্বের ওপর জি কে গউছের বক্তব্য

ছবিঃ : দৈনিক জনকণ্ঠ

বাংলাদেশ একটি স্বাধীন দেশ। যে আশা ও প্রত্যাশা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তা অনেক সময় হরণ করা হয়েছে। বিভিন্ন সময়ে ক্ষমতা কুক্ষিগত করে ভিন্নমতকে দমন করা হয়েছে। খেলাধুলা বরাবরই একটি বিনোদন মাধ্যম। শরীর, মন ও সমাজকে সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাঠমুখি করে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখার বড় মাধ্যম হলো খেলাধুলা। তাই নিয়মিত খেলাধুলা চালিয়ে যেতে হবে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা খেলার মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা গত ১৭ বছর দেখেছি, একদল ক্ষমতায় ছিল, তা জনগণের ভোট হাইজ্যাকের মাধ্যমে অন্যের কণ্ঠ রোধ করে। এই দলটি অন্যায় ও অপকর্ম করেছে। আজ মুক্ত পরিবেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই না খেলাধুলা নিয়ে রাজনীতি হোক। আমরা চাই যারা খেলবে, তারা প্রকৃতপক্ষে খেলাকে ভালোবাসে এবং মাঠে এসে খেলা উপভোগ করে।”

আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে এফ সি বয়েজ মিরপুরকে ৯১ রানে হারিয়ে আল আমিন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আল আমিন বয়েজ ক্লাব। তারা নির্ধারিত ১২ ওভার খেলে ৪ উইকেটে ২২৭ রান করে। দলের পক্ষে ১২৬ রান করেন রিহান। জয়ের জন্য ২২৮ রানের টার্গেট নিয়ে মাঠে নামে এফ সি বয়েজ মিরপুর। তবে প্রতিপক্ষের বোলারদের তোপের মুখে তারা ১০ ওভার খেলে অল আউট হয়ে যায়। ফলে ৯১ রানে চ্যাম্পিয়ন হয় আল আমিন বয়েজ ক্লাব। বিজয়ী দলে রিহান ম্যান অব দ্যা ম্যাচ হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মো. ফরিদ আহমেদ অলি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

চ্যাম্পিয়ন প্রাইজমানি ৩০ হাজার টাকা স্পন্সর করেন ভিআইপি ব্রিকনের প্রোপাইটর জাহেদুল ইসলাম জাহেদ এবং রানার্সআপ প্রাইজমানি ২০ হাজার টাকা স্পন্সর করেন কলিমনগর সেভেন স্টা

রেজা

×