ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

বোয়ালমারী থানায় মোটরসাইকেলের গুদাম

বোয়ালমারী থেকে মুন্সি সিরাজুল ইসলাম, ফরিদপুর

প্রকাশিত: ২২:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বোয়ালমারী থানায় মোটরসাইকেলের গুদাম

ছবিঃ : দৈনিক জনকণ্ঠ

সরেজমিনে বোয়ালমারী থানায় গিয়ে দেখা যায়, থানার সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শত শত মোটরসাইকেল। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে যেসব মোটরসাইকেল আটক করা হয়, তার অধিকাংশই আর কখনো কেউ নিতে আসে না।

জানা যায়, কিছু মোটরসাইকেলের লাইসেন্স নেই, কিছু ড্রাইভিং লাইসেন্সহীন এবং কিছু গাড়ির ইন্স্যুরেন্স নেই—এজন্য নানা কারণে গাড়িগুলো আটক করা হয়। আইনি জটিলতার কারণে গাড়িগুলো ছাড়িয়ে নেওয়া সম্ভব হয় না।

অনেকে বলেন, গাড়ির লাইসেন্স পাওয়া একটি জটিল প্রক্রিয়া এবং খরচও অনেক বেশি, যার ফলে অনেকেই লাইসেন্স না করেই গাড়ি চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে সরকার নিয়ম করেছিল যে, কেউ গাড়ি কিনলে সঙ্গে সঙ্গে শোরুম মালিক লাইসেন্সের টাকা রেখে দেবে। এতে গাড়ির লাইসেন্সের হার বেড়ে গিয়েছিল।

কিন্তু এখন নতুন নিয়ম করা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ির লাইসেন্স করা যাবে না। এর ফলে আবার লাইসেন্সের সংখ্যা কমে আসছে। অভিজ্ঞ জনেরা বলছেন, গাড়ি ও ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া সহজিকরণ করলে এর হার বৃদ্ধি পাবে।

রেজা

×