ছবিঃ সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালীতে খতনার অনুষ্ঠানে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৭ ফেব্রুয়ারি, শুক্রবার, দুপুর সাড়ে ৩টার দিকে মনোহরপুর গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে। আহতদের মধ্যে রয়েছেন মাহফুজুর রহমান (২০), চান্নু হোসেন (৩৫), শহিদুল ইসলাম (৪৫), এবং জামিরুল (১৯)। মাহফুজুরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, খতনার অনুষ্ঠানে ৩০০ স্বজন ও প্রতিবেশীকে দাওয়াত দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে খাবারের সময় খাবার পরিবেশন নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত মাহফুজুর বলেন, "বারবার মাংসের বদলে ঝোল দিয়েছিল। এ নিয়ে বাগবিতণ্ডার সময় আমার মাথায় চেয়ার দিয়ে আঘাত করা হয়েছে।" অপর দিকে, শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, "তাদের অভিযোগের মধ্যে সত্য নেই।"
কুমারখালী থানার উপপরিদর্শক সোহাগ শিকদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেজা