![সাবেক আইজিপি বেনজীরের বক্তব্যে পুলিশের নিন্দা ও প্রতিবাদ সাবেক আইজিপি বেনজীরের বক্তব্যে পুলিশের নিন্দা ও প্রতিবাদ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/217-2502071620.jpg)
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে দেশের বিরুদ্ধে ও পুলিশ বাহিনী সম্পর্কে বিতর্কিত বক্তব্য দিয়েছেন। সংগঠনটি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণ ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে পুলিশ সদস্যরা দেশপ্রেম ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে।
পুলিশ বাহিনীর বিতর্কিত সদস্যদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বাহিনীর সদস্যরা একমত বলেও জানানো হয়।
এতে আরও বলা হয়, গণহত্যা, দুর্নীতি, অর্থপাচারসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদ সম্প্রতি একটি ভার্চুয়াল সভায় অংশ নেন। সেখানে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রের শামিল। ব্যক্তির অপরাধের দায় কোনো প্রতিষ্ঠান বহন করে না।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সহিংসতা, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তির এমন কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সদস্যরা মর্মাহত ও ক্ষুব্ধ।
রেজা