ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দিবারাস লীলা অনুষ্ঠিত

আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ (মৌলভীবাজার)

প্রকাশিত: ২২:০২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দিবারাস লীলা অনুষ্ঠিত

ছবি: দৈনিক জনকন্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের  ঐতিহ্যবাহী দিবারাস লীলা অনুষ্ঠিত হয়েছে। দিবারাস উপলক্ষে আয়োজন করা হয় রাসনৃত্যের। রাসনৃত্য মনিপুরী সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব শৈল্পিক সৃষ্টি।

শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) তুমুল হৈচৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতালেন মধ্য দিয়ে অনুষ্টিত হয় ঐতিহ্যবাহী দিবারাস লীলা। দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর মধ্য পল্লীতে শ্রী লক্ষ্মীমোহন সিংহ এর আয়োজনে মণিপুরীদের ঐতিহ্যবাহী দিবারাস লীলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
 
জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামের শ্রী লক্ষ্মীমোহন সিংহ এর পারিবারিক আয়োজনে ঐতিহ্যবাহী দিবারাস লীলা অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় উদযাপিত হয়ে আসছে রাস উৎসব। রাসনৃত্যে গোপিনীদের সাথে কৃষ্ণের মধুরলীলার কথা, গানে ও সুরে ফুটিয়ে তুলেন শিল্পীরা।
 
দিবা রাস লীলায় মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় সহস্রাধিক লোকজন মেতে উঠেন এ আনন্দ উৎসবে। দিনব্যাপী আনন্দের পরশ পেতে আসা নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে তিলকপুর মধ্য পল্লী।

শ্রী লক্ষ্মীমোহন সিংহ এর সভাপতিত্বে দিবা রাস লীলা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খাঁন, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমদ, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান নোমান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছমির মিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাহমুদুল হক রাফাত প্রমুখ।

ঐতিহ্যবাহী দিবা রাস লীলার আয়োজক শ্রী লক্ষ্মীমোহন সিংহ জানান, আমাদের পারিবারিক আয়োজনে ঐতিহ্যবাহী দিবারাস লীলা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রানবন্ত করে তুলেন আমন্ত্রীত অতিথিরা,আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে এটি পরিনত হয় এক মহা মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেন, আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতে আপনাদের পাশে থাকব। আপনাদের ধর্মের সকল অনুষ্ঠান সুন্দর ভাবে যাতে করতে পারেন সকল ধরনের সহযোগিতা করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে এই উপজেলার সকল ধর্মের মানুষের একটি মেলবন্ধন পরিণত করব। যে কোন অনুষ্ঠানে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

মুহাম্মদ ওমর ফারুক

×